আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায়, অমৃত লাল দে মহাবিদ্যালয় বরিশাল এর আয়োজনে। কলেজ প্রাঙ্গণে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২০ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয় সুভাষ চন্দ্র পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক অমৃত গ্রুপ অফ কোম্পানি শ্রী রাখাল চন্দ্র দে, ব্যবস্থাপনা পরিচালক অমৃত গ্রুপ অফ কোম্পানি বিজয় কৃষ্ণ দে, সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল মানবেন্দ্র বটব্যাল, ম্যানেজিং কমিটির সদস্য লস্কর নুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুল আরেফিন, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসাইন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অমৃত লাল দে মহাবিদ্যালয় টুনু রানী কর্মকার, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ দুলাল চন্দ্র মজুমদারসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অমৃত লাল দে মহাবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২০ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান মঞ্চে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অমৃত লাল দে মহাবিদ্যালয় টুনু রানী কর্মকার এর লেখা চিন্তন ও চেতনা বই এর মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পরে মনোজ্ঞা এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।