আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে চলমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষা ২০২০ এর মুসলিম আইন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ব্রজমোহন কলেজের পরিক্ষা কেন্দ্র আজকের পরীক্ষায় মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে নিয়মিত কেন্দ্র পরিদর্শন অংশ হিসেবে।
আজ প্রথমবের্ষর মুসলিম আইন বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ অনুযায়ী ০৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ এর সার্বক্ষণিক তদারকি করেন। এসময় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মোঃ হেলাল উদ্দিন, রুমানা আফরোজ পরিক্ষার হলে দায়িত্ব পালন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের এ কার্যক্রম অব্যাহত থাকবে