জাাকারিয়া আলম দিপুঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। গতকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ম মেনে পুষ্পার্ঘ্য অর্পন করার মধ্য দিয়ে শুরু হয়েছে একুশের প্রথম প্রহর।
পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার বরিশালে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসপি) নগর বিশেষ শাখা সালেহ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এসপি) সদর দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস্টেট এন্ড পিএমটি রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জাকারিয়া রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মাহাবুব আলম পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ আব্বাসউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন এন্ড ক্রাইম মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার ডিবি নরেশ চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ ফাইজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, স্থানীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এহসান উল্লাহ, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে ভিন্ন মাত্রা পায় শহীদ মিনার চত্বর।