আজ ২০ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম বরিশাল সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধ ১৭ বিভাগীয় ফুটবল টিম এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ বিভাগীয় ফুটবল টিমের মাঝে জার্সি বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার, সাবেক বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল উভয় দলের জন্য বরিশাল স্টেডিয়ামে প্রাকটিস করার ব্যাবস্থা করে দেন। বিভাগীয় টিম জাতীয় পর্যায় খেলবে ঢাকায়।