রিপোর্ট-বরিশাল পিপলস : পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তারই অংশ হিসেবে আন্দোলনকে সফল করতে প্রস্তুতি নিয়েছে বরগুনা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি:নং খুলনা-২২৬৪)।
আগামি ১৮ই ফেব্রুয়ারী সকাল ১১টায় এ সংগঠনের কর্মিরা রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন। তার ভাষ্য, তাদের প্রানের শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন । ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে (মামলা নং- ০৯/২০২০, তারিখ: ১২.০২.২০২০) মামলা দায়ের করা হয়েছে। যেহেতু মামলাটি মিথ্যা তাই আমরা বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।