রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আ.লীগ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৪:৪৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, উন্নয়ন দৃশমান হচ্ছে, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা অর্জন করাটাও একটা বড় অর্জন।

প্রধানমন্ত্রী ব‌লেন, সন্ত্রাস, জ‌ঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরু‌দ্ধে সরকার যে অ‌ভিযান শুরু ক‌রে‌ছে তা অব্যাহত থাক‌বে। এ ব্যা‌পা‌রে যেই জ‌ড়িত থাকুক না কেন কাউ‌কে ছাড় দেয়া হ‌বে না।

উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করে শেখ হাসিনা ব‌লেন, একটা আদর্শ নিয়ে যখন রাজনৈতিক কর্মী এগিয়ে যায়, তখন কোনো বাধাই বাধা ম‌নে হয় না। জনগণের কাছে যাবেন গিয়ে ভোটের কথা বলবেন। যদি সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে বলতে পারেন, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে।

পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করতে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬ আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে দলের সমর্থনও দেয়া হয়। চট্টগ্রাম সিটি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিরদের সমর্থন দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি আবার বৈঠক হবে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি