আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ টার দিকে, জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় ৫ রোগীর দালালকে আটক করে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন। এসময় সহযোগিতা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) অরবিন্দ বিশ্বাস ও তার টিম। আটকৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দালালী করে আসছে। আজ তাদের আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে ৪ জনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তারা হলেন মুলাদী উপজেলার মনির হোসেন সরদার, মোড়লগঞ্জ উপজেলার মোঃ রবিউল ইসলাম মৃধা, গলাচিপা উপজেলার মোঃ জহিরুল, পটুয়াখালী সদর উপজেলার মোঃ জামাল হোসেন মোল্লা। পাশাপাশি উপদ্রব সৃষ্টির মূল হোতা শায়েস্তাবাদ ইউনিয়নের শহিদ খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।