মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আমরা জনগণের পুলিশ হতে চাই,মানবিক পুলিশ হতে চাইঃ উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১১, ২০২০ ২:৪২ পূর্বাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেছেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।

সোমবার(১০ফেব্রুয়ারী)সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।এসময় ডিসি খাইরুল আলম বলেন, এয়ারপোর্ট থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এয়ারপোর্ট এসএম জাহিদ বিন আলম এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থান এন্ড ট্রান্সপোর্ট) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম, পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোঃ ফয়সাল, পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সুশীল সমাজ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সদস্যমন্ডলী সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি