১০ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে, জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর পৃষ্ঠপোষকতায়। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ভেজালমুক্ত খাবার জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মুহাম্মদ ইউনুস, মুখ্য আলোচক, উপপরিচালক (উপসচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপক পরিচালক গবেষণা ও সম্প্রসারণ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল ড. হাফিজ আশরাফুল হক, আলোচক উপ-পুলিশ কমিশনার (সিএসবি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ জুলফিকার আলী হায়দার।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, অধ্যক্ষ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ভেজালমুক্ত খাবার জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি সি পাওয়ার প্রোজেক্ট এর শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। পরে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।