শামীম আহমেদ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে ‘নব্য জেএমবি’ সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবু নাইম মোল্লা।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মো. জসিমের ওষুধের দোকান থেকে আবু নাইম মোল্লাকে আটক করা হয়।
আটক নাইম ‘আমি মুসলিম’ নামে একটি ফেসবুক আইডি চালাতেন এবং তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট। এর পরিপ্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।
আটক আবু নাইমের উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকার বাসিন্দা। তিনি জসিমের ওষুধের দোকানের একজন কর্মচারী।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।