২০১৪ সাল হতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর শাখাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে জাতীয় পর্যায়ে অনুকরণীয় শাখায় রুপান্তর করার পুরষ্কারস্বরুপ বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি সদরদপ্তরের কর্ম নির্দেশিকা বাই ল’জ এর পঞ্চম অধ্যায়ের অষ্টম ধারা মোতাবেক বাংলাদেশ এবং বহির্বিশ্বের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট স্বর্নপদকজয়ী মানবাধিকার কর্মী এবং সমাজসেবী বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু মাসুম ফয়সালকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ করেছে বিএইচআরসি সদর দপ্তর। মোঃ আবু মাসুম ফয়সাল জাতীয় পর্যায়ে কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কার্যক্রম গতিশীল করার দায়িত্বও পালন করবেন।
এর আগে তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে তিনি বিগত বছরগুলোতে মানবাধিকারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী হিসেবে বরিশাল বিভাগে প্রথম স্বর্ণপদক লাভ করেন।
(Visited ১ times, ১ visits today)