রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ জন উপমহাব্যবস্থাপককে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক গৌতম সাহাকে পদোন্নতি দিয়ে একই ব্যাংকের মহাব্যবস্থাপক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) উপমহাব্যবস্থাপক মাে. জাহাঙ্গীর হােসেনকে প্রবাসীকল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক, বিএইচবিএফসির উপমহাব্যবস্থাপক নাজমুল হােসেনকে একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, বিএইচবিএফসির উপমহাব্যবস্থাপক মেহের সুলতানাকে প্রবাসীকল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংককের উপমহাব্যবস্থাপক মাে. মাজদার রহমানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক করা হয়েছে।
এছাড়াও বিএইচবিএফসির উপমহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্যকে একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, বিএইচবিএফসির উপমহাব্যবস্থাপক জামিল আহমেদকে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক এম এম মাহবুব আলমকে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপমহাব্যবস্থাপক তৌহিদা খাতুনকে একই ব্যাংকের মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক মাে. শফিউল আজমকে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক, বিএইচবিএফসির উপমহাব্যবস্থাপক মাে. আলাউদ্দিনকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক জি এম রুহুল আমিনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক এবং কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক মাে. আব্দুল খালেক মিয়াকে পদোন্নতি দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক করা হয়েছে।