১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে। যুগান্তর বরিশাল এর আয়োজনে, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে। যুগান্তরের ২১তম বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, ডঃ মোঃ বাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, প্রকাশক ও সম্পাদক দৈনিক পরিবর্তন কাজী মিরাজ, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল স ম ইমানুল হাকিম, যুগান্তর বরিশাল এর ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিনসহ অন্যান্য অতিথিবৃন্দ পাশাপাশি বরিশালের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক তুলেদেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে অতিথীরা কেক কেটে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা যুগান্তরের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।