বরিশাল মহানগরীর আবদুর রব সেরনিবাত কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শুক্রবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজটি সরকারিকরণের বিষয়ে পরিদর্শন প্রতিবেদন চাওয়া হয়েছে। একই সঙ্গে কলেজটির নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। সে প্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজটির পরিদর্শন প্রতিবেদন চায় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ।
সূত্র জানায়, গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজটি সরকারিকরণের বিষয়ে পরিদর্শন প্রতিবেদন চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।
(Visited ২ times, ১ visits today)