দিনমজুরের আকুতি
……………আর-এম।
আমি খেটেঁ খাওয়া মানুষ, আমি দিনমজুর
আমি সামান্য এক রিক্সাওয়ালা,
আমি অর্থনীতি বুঝিনা, বুঝিনা জিডিপি,জিএনপি
আমি শুধু চাই, আমাকে খাবার দেও তিন বেলা ।
বাপু আমি কলম চালাতে শিখিনী
তাই কলমের এক খোঁচায় ঘুস খেতে পাড়িনা,
ঘুস কি তা আমি জানতে চাইনা
শুধু চাই আমার নুন আনতে যেন পান্তা ফুড়ায়না ।
সভ্যতার মূখোশে বিবেক ঢেকে
আমি হতে চাইনা সমাজপতী,
শুধু চাই মোর ঘামের মূল্য
চাইনা কোন মিথ্যে প্রতিশ্রুতি।
(Visited ৬ times, ১ visits today)