মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর ১৩ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৮, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ

নগরীর সর্বসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও বেগবান করার লক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র অত্যাধুনিক কন্ট্রোলরুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী)বেলা ১১ টায় নগরীর আমতলা রোডস্থ বিএমপির কার্যালয়ে পুলিশ কমিশনার মো: সাহাবুদ্দিন খান ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুলিশ কন্ট্রোলরুমের উদ্ধোধন করেন।

বরিশাল নগরীর সর্বসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও বেগবান করার লক্ষে অদ্য ২৮ই জানুয়ারী বিএমপি সদর-দপ্তর বরিশালে অত্যাধুনিক কন্ট্রোলরুম উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার  ।

পুলিশ কমিশনার বিএমপি বলেন, উন্নয়নের স্রোতে পিছিয়ে যাওয়ার সুয়োগ নেই ,গোটা নগরীর নিরাপত্তার চাদর নিশ্চিত তথা অপরাধির গতিবিধি নজরদারি করা সহ প্রযুক্তিগত তথ্য সংগ্রহের দ্বারা সেবার মান বৃদ্ধির জন্য এই স্মার্ট কন্ট্রোলরুম ।

এসময়ে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার ( নগর বিশেষ শাখা) বিএমপি  জুলফিকার আলী হায়দার ,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি  আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড দক্ষিণ) বিএমপি  মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক ,উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস্টেট এন্ড পিএমটি  রুনা লায়লা ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি  মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা  মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) বিএমপি মোঃ আব্বাসউদ্দীন,সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম,সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) বিএমপি  মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং নাসির উদ্দিন মল্লিক ,সহকারী পুলিশ কমিশনার ডিবি নরেশ কর্মকার,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সূত্রে জানাগেছে, নগরীর সর্বসাধারনের নিরাপত্তা নিশ্চিতকরন ও সেবার মান বাড়াতে পুলিশ কন্ট্রোলরুম সহায়ক ভূমিকা রাখবে।ইতিপূর্বে মোবাইল, টেলিফোন বা ওয়ার্লেসের মাধ্যমে কন্ট্রোল রুম পরিচালনা হতো। তবে এখন প্রযুক্তিগত উন্নয়ন করা হয়েছে।

এছাড়াও নগরবাসির সেবার মান আরও বৃদ্ধির পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মহানগরীর ১৩টি পয়েন্টে ২৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোর্ট এলাকা, নথুল্লাবাদ, রূপাতলী, কাকলির মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে।

এগুলো কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রন হবে। এজন্য কন্ট্রোল রুমে আলাদা আলাদা টিভি মনিটর বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও আধুনিক প্রযুক্তি দিয়ে কন্ট্রোল রুম সাজানো হবে। এতে করে নিরাপত্তার পাশাপাশি অপরাধও নিয়ন্ত্রনে আসবে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি