পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ খ্রি. এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত চর্চা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে কোমলমতি শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে নারী শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। নারীর ক্ষমতায়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যায় নারী, যাদের ক্ষমতায়নে ব্যতীত ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তোলার আহবান জানান।