আলোর ভুবনে স্বাগত হে নবীন এই স্লোগান নিয়ে আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায়। বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণে, ৯৭ বছর পরে এই প্রথমবারের মতো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় খাদিজা বেগম এবং অভিভাবকদের প্রতিনিধি এবং সহকারি শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। বরন শেষে অতিথিবৃন্দরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।