বলিউড তারকা সালমান খানের সঙ্গে নাচবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। চলতি বছরের আগস্টে যুক্তরাজ্যে সালমান খানের সঙ্গে নাচতে দেখা যাবে প্রিয়তিকে।
মিজ আর্থখ্যাত এই বিশ্ব সুন্দরী শুক্রবার সন্ধ্যায় দ্য রিপোর্টকে বলেন, ‘সলমান খান এখন বিভিন্ন দেশে স্টেজ শো করছেন। আগস্টে যুক্তরাজ্যে শো করবেন। সেই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে অংশ নেব। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে অনুষ্ঠানটি হবে।’
ঢাকার ফার্মগেট এলাকার মেয়ে প্রিয়তি ১৬ বছর আগে পড়াশুনা করতে আয়ারল্যান্ডে পাড়ি জমান। সেখানে পড়ার ফাঁকে মডেলিং শুরু করেন। ২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১৫ সালে ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পেশায় আয়ারল্যান্ডে বিমান চালনার সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা।
সম্প্রতি আয়ারল্যান্ডের বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন প্রিয়তি। অভিনয় করছেন আয়ারল্যান্ডের সিনেমায়, হলিউড-বলিউডের সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।