নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরি পিছু ছাড়ছিল না বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের। এমনকি ঐতিহাসিক ভারত সফরের স্কোয়াডে থাকলেও শেষপর্যন্ত মূল ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর, এই ইনজুরির কারনেই। এ অবস্থায় শতভাগ ফিট না থাকায় গেল ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে রাখা হয়নি এই বাঁহাতি ওপেনারকে। তবে নতুন খবর হচ্ছে, সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত বিসিএলে ভালো করায় লঙ্কা সফরে পাঠানো হচ্ছে তাকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ১১ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন ইমরুল।
শনিবার (৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন, ফিটনেসের অবস্থা বুঝতে বিসিএলের দুটি রাউন্ড পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। বিসিএলের দুই ম্যাচে ইমরুলের ফিটনেস দেখে সন্তুষ্ট নির্বাচকেরা। তাই কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টের জন্য তাঁকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
তবে এ নিয়ে খুব বেশি রোমাঞ্চিত নন ২৭ টেস্ট খেলা এ ওপেনার, বরং সুযোগ পেলে ভাবছেন ভালো খেলার ব্যাপারে। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের ইমরুল বলেছেন, ‘সুযোগ দিলে চেষ্টা করব ভালো খেলার। তবে শততম টেস্টের রোমাঞ্চ নয়, ভাবছি ভালো খেলা নিয়ে।’
উল্লেখ্য, গেল মাসে ভারত সফরের দলেও ছিলেন ইমরুল। কিন্তু টেস্টের আগেই স্বাগতিক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঊরুর পেশির সমস্যায় দেশে ফেরত আসতে হয়েছিল তাঁকে।