রাজশাহীতে শনিবার সকালে হঠাৎই দুই দফা বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টি প্রায় থেমে গেলেও আকাশ মেঘলা রয়েছে। কৃষিবিদরা বলছেন, এই বৃষ্টিতে আমের মুকুলের তেমন ক্ষতি হবে না। তবে আরও দু-এক দিন এ রকম আকাশ মেঘলা থাকলে তা মুকুলের জন্য হবে ক্ষতি হতে পারে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, শনিবার ভোর ৬টার দিকে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত স্থায়ী ওই বৃষ্টিতে শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত আবার বৃষ্টি হয়। তখন রেকর্ড করা হয় আরও শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত।
লতিফা হেলেন বলেন, ‘এটি স্বাভাবিক বৃষ্টি। এ সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে আকাশ দু-এক দিন মেঘলা থাকতে পারে।’
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবদুল আউয়াল বলছেন, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা আমের মুকুলের তেমন ক্ষতি করতে পারবে না। তবে আরও দু-এক দিন আকাশ মেঘলা থাকলে তা আমের মুকুলের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।