বাংলাদেশের মানুষ এখন শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়নও করে; তার প্রমাণ পদ্মাসেতু- এ মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মার্চেন্টস মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেমিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নৌ সেক্টরের এক সময়ের বিশৃঙ্খল পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের ‘রোল মডেল’ হয়েছে, সব বিশৃঙ্খলাকে পেছনে ফেলে। বাংলাদেশের ইতিহাস এখন এগিয়ে চলার ইতিহাস। সময় এখন ঘুরে দাঁড়াবার। বাহাত্তর সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বক্তৃতার উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি ও বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তা এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। মেরিটাইমে অপার সম্ভাবনার কথা উল্লেখ করে, নতুন প্রজন্মের মেরিন অফিসারদেরকে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
ক্যাপ্টেন মো. আনাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌ সচিব আব্দুস সামাদ, সাবেক সভাপতি মো. জাকারিয়া।