জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলেক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার দিনভর জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন। পরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা চত্বরে উৎসবের উদ্বোধণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী।
এসময় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু উপস্থিত ছিলেন।
(Visited ২ times, ১ visits today)