প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় ছোটমনি নিবাসের শিশুদের মাঝে কম্বল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় ছোটমনি নিবাসের অনাথ শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র তহবিল থেকে পাওয়া এবং বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের তহবিল থেকে পাওয়া কম্বল বিতরন করেন।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ও বিভাগীয় ছোটমনি নিবাসের সাবেক উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদসহ প্রমুখ। অতিথিদের কম্বল পেয়ে অনাথ শিশুরা খুবেই আনন্দিত হয়।
(Visited ২ times, ১ visits today)