শনিবার , ৪ মার্চ ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সকালে ঘুম ভাঙেনি বলেই শচিনের অবসর!

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৪, ২০১৭ ১:৪২ পূর্বাহ্ণ

লিটন মাস্টার শচিন টেন্ডুলকারের কি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছিল? নাকি আর কয়েকটি বছর দিব্যি খেলাটা চালিয়ে যেতে পারতেন তিনি? এ নিয়ে শচিন ভক্তদের মনে এখনো প্রশ্ন খেলা করে? কেন শচিন হুট করে ২০১৩ সালে ক্রিকেট চিরতরে বিদায় বলে দিলেন, সেই প্রশ্নও নাড়া দেয় তাদের। অবশেষে স্বয়ং শচিন তার ভক্তদের সেইসব প্রশ্নের উত্তর দিলেন অবসরের চার বছর পর।

সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে শচিন ফাঁস করলেন তার অবসর নেওয়ার কারণটি। যেখানে তিনি জানিয়েছেন, বহু দিনের নিয়ম ভেঙে এক সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙেনি তার। তাতেই শচিন বুঝে নিয়েছিলেন ক্রিকেটকে বিদায় বলার সময়টা তার সামনে চলে এসেছে।

শচিন সচিন লিখেছেন, ‘সময়টা ছিল ২০১৩ সালের অক্টোবর। দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলছিল। আমার সকালটা কাটে জিমে। গত ২৪ বছর ধরে এই রুটিনটাই মেনে আসছি। কিন্তু অক্টোবরের সেই সকালে একটা জিনিস বদলে গিয়েছিল।’

বিশ্ব ক্রিকেটের এই ব্যাটিং কিংবদন্তি আরো লিখেছেন, ‘বুঝতে পারছিলাম যে সকালে উঠে নিজের রোজকার রুটিন মতো কাজ করতে আমাকে জোর করতে হচ্ছে। জানতাম জিম করাটা আমার ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তবু কেন একটা অনিচ্ছা চেপে ধরল সে দিন? তা হলে আমার থামার সময় হয়েছে। প্রিয় খেলাটা রোজকার রুটিনের অংশ আর থাকবে না?’

প্রসঙ্গত, ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগের পর শচিন কলকাতা আর মুম্বইয়ে দুটি টেস্ট খেলে অবসর নেন।

সূত্র : আনন্দবাজার

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি