৪ জানুয়ারি শনিবার বিকাল ৩ টার দিকে, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয় প্রাঙ্গণে। শহীদ মিনার এর ভিত্তি পোস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিক্তি পোস্তর স্থাপন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে জেলা প্রশাসক বরিশাল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিক্তি প্রস্তর স্থাপন শেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
(Visited ১ times, ১ visits today)