“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” শ্লোগানকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শপথ বাক্যপাঠ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নগরীর সার্কিট হাউস থেকে র্যালি বের করা হয়। শেষে নগরীর আমতলা মোড়ের সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শাহ পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার প্রমুখ।
অপরদিকে একইদিন বেলা এগারোটায় গৌরনদী উপজেলা চত্বর থেকে পৃথক পৃথক র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সহকারী কমিশনার ফারিহা তানজীন, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।