বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, দেশের উন্নয়নে নিরালস ভাবে কাজ করছেন বর্তমান সরকার।
আজ সকালে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক অতিরিক্ত দায়িত্ব বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহপার পারভীন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মেহেদী পারভেজ আবিদ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) আমতলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিশুদের পিইসি ও জেএসসিতে ভালো ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
পরে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে বিকেল ৪ টায় শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।