বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের শীতের পোশাক, বিভিন্ন খাবার ও উপকরণ বিতরণ করলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম।
আজ বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের শীতের কষ্টের কথা ভেবে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম) শীতের জামা কাপড় ও খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
এসময় আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, আগৈলঝাড়া থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন ও পুলিশ সুপারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
(Visited ২ times, ১ visits today)