আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
লা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারি অধ্যাপক বিএসই বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় রাহাত হোসেন ফয়সাল, প্রোগ্রামার আইসিটি বরিশাল মোঃ আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন অতিথিরা এবং প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রযুক্তি সহায়ক নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের পাশাপাশি আইসিটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এ সময় তারা নারীর সহায়ক প্রযুক্তির প্রসারে আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল ৩২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। আইসিটি ইকোসিস্টেমে নারীদের অংশগ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা। আইসিটির মাধ্যমে নারীদের স্ব-কর্মসংস্থান এরং উদ্যোক্তা হিসেবে তৈরি করা ইত্যাদি। তিনটি ক্যাটাগরিতে এ প্রশিক্ষণ দেওয়া হয় ফ্রিল্যান্সার এবং এন্টারপ্রেরেনার, আইটি সার্ভিস প্রোভাইডার, ওমেন কল সেন্টার এজেন্ট।