আমাদের মঞ্চ আমরাই গড়েছি এই স্লোগান নিয়ে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৭ টায়। শব্দাবলী স্টুডিও থিয়েটার বরিশাল এর আয়োজনে, শব্দাবলী স্টুডিও থিয়েটারে। শব্দাবলী স্টুডিও থিয়েটার এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মীদের আনন্দ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ সহ শব্দগুলি গ্রুপ থিয়েটারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশালসহ সকল অতিথিবৃন্দ প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরে আলোচনা সভার মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে দেশীয় ঐতিহ্য চিতই পিঠা, ভাপা পিঠাসহ বিভিন্ন পিঠার আয়োজন করা হয় থিয়েটারে।