আজ ২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৫ টায়। চারুকলা বরিশালের আয়োজনে, অশ্বিনী কুমার হলে।জয়নুল চারুকলা উৎসব-২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি চারুকলা বরিশাল আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি চারুকলা বরিশাল দীপংকর চক্রবর্তী, ভাষা সৈনিক মোঃ ইউসুফ কালু, কবি লেখক লুৎফে আলমসহ আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং চারুকলার সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে জয়নুল চারুকলা উৎসবের শুভ উদ্বোধন করেন, উদ্বোধন শেষে প্রধান অতিথি উৎসবে চিত্রাংকন প্রদর্শনী পরিদর্শন করেন। পরে অতিথিরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(Visited ১ times, ১ visits today)