শুক্রবার , ৩ মার্চ ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চান্দুর মার্কেট এলাকায় অভিনব কায়দায় চার বাড়িতে ডাকাতি ।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৩, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা ॥

সিনিয়ার স্টাফ রির্পোটার.

বুধবার দিবাগত মধ্য রাতে অভিনব কায়দায় চারটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। বরিশাল নগরীর রুপাতলী চান্দুর মার্কেট এলাকার শের-ই-বাংলা সড়কের দুইটি বাসায় এবং এ ওয়াহেদ সড়কের মধ্যে দুইটি বাসায় রাত ২টা থেকে ৪টার মধ্যে এ ডাকাতীর ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। অভিনব কায়দায় সুকৌশলে প্রথমে লোহার জানালা খুলে পরে হাতদিয়ে কিংবা অন্যান্য উপকরণের মাধ্যমে দরজা খুলে ঘরে মধ্যে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ধারালো ছুরির ভয় দেখিয়ে লুটে নিচ্ছে নগদ টাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন দামীয় মালামাল। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শের-ই-বাংলা সড়কের বুশরা মঞ্জিলের বাসিন্দা হাসি বেগমের বাসার জানালা খুলে হাতদিয়ে পিছনের দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে তার মা ও মেয়েকে হাত পা বেধে মারধর করে ধারালো ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড়ের কিছু একটা পরা ছিলো বলে তার মা জানায়। সকালে হাসি বেগম খবর শুনে কর্মস্থল থেকে ফিরে এসে ফোন করে থানায় বিষয়টি জানায়। পরে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা) আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ঘটনার বিভিন্ন বিষয় ও আলামত পর্যবেক্ষন করে সে সময় হাসি বেগম জানায তার আলমিরা ভেঙে নগদ ৬ লক্ষ টাকা ও ২৩ ভরি স্বর্ণালংকারসহ জমির দলিল নিয়ে গেছে। পরে এসি কোতয়ালী দ্বিতীয় বাসা মোঃ জলিল হ্ওালাদার এর বাসায় যান সেখানেও একি কায়দায় ঘরে ঢুকে সেখানে কেউ টের না পাওয়ায় ঘরের বিভিন্ন রুমের আলমিরা খোলার চেষ্টা করে খুলতে না পেরে জলিল হাং মেয়ের জামাই‘র ব্রিফকেস নিয়ে যায়। সেই ব্রিফকেসে ৪১ হাজার টাকা ছিলো। পরে সকালে উঠে তারা দরজা খোলা দেখে খোজাখুজি করে ব্রিফকেস পিছনে পরে থাকতে দেখে। এ ওয়াহেদ সড়কের মধ্যে দুইটি ঘরে তদন্তে গেলে একই পদ্ধতিতে ডাকাতির বিবরণ শুনা যায়। সেখানে তুষার মঞ্জিলে রাত আনুমানিক ২ টার দিকে পাশাপাশি দুটি বাসায় এ ঘটনা ঘটে সেখানে মনির ইসলামের বাসা থেকে একটি স্বর্ণের চেইন, একটি আংটি, এক জোড়া কানের দুল, দু’টি মোবাইল সেট ও নগদ ১০,০০০ টাকা ঘরে ঢুকে নিয়ে যায়। তার পাশের বাসায় বাদল হাওলাদারের পরিবারের সদস্যদের জিম্মি করে ২০,০০০ টাকা নিয়ে যায়। এসময় তিনি ডাকাতদের বিবরণ দিয়ে বলেন তারা দুইজন ঘরের ভিতরে প্রবেশ করে তাদের মুখে কালো কাপড়ের কিছু একটা পরা ছিলো আর হাতে ধারালো ছুরি ছিলো। এই ঘটনার পরে এলাকার জনমনে আতঙ্কসহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা) আসাদুজ্জামান বলেন, দ্রুত তম সময়ের মধ্যে এ চাঞ্চল্যকর ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি