বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : পুলিশ সুপার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৫, ২০১৯ ৫:৩১ পূর্বাহ্ণ

বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার) বলেছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজ থেকে সকল অপরাধ-অপকর্ম নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, হারতা ইউনিয়নে ঐতিহ্যবাহী বাজার রয়েছে এবং ঐ এলাকায় নদী থাকায় অপরাধীরা যে কোন সময় অপরাধ সংঘটিত করতে পারে। অপরাধের হাত থেকে রক্ষা পেতে সমাজের সকল মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অহবান জানান। বিশৃঙ্খলাকারী যে কোন দলেরই হোক না কেন কারো কোন সুপারিশ গ্রহন করা হবে না। অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এমনকি ইভটিজারদের কোন ক্ষমা করা হবে না।

এ ছাড়াও তিনি ঘোষনা করেন হারতা বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় হারতা নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুপুর ১টায় হারতা বন্দরে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের উজিরপুর উপজেলা শাখার সম্পাদক ও বাজার কমিটির সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর-বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাইদ, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাস, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক অমল মল্লিক, বিশিষ্ট সমাজসেবক ধীরেন্দ্র নাথ প্রমূখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, এস,আই মাহাতাব উদ্দিন, বশির উদ্দিন, হারতা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, স্থানীয় সিরাজ হোসেন, কালা মল্লিকসহ বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি