পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ম আর্মড পুলিশ ব্যটালিয়ন বরিশালে ৫৩ তম ব্যাচ টিআরসিদের একাডেমিক ক্লাসে “উগ্রবাদ দমনে করণীয় ” শীর্ষক আলোচনায় অনুষ্ঠিত হয়।
সকল ধর্মের পরম শিক্ষা মানব ধর্ম। কারো প্রতি বিন্দু পরিমাণ হিংসাত্মক আচরণ কোন ধর্ম প্রচার করেনা অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম।
গত ২১ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা, সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ম আর্মড পুলিশ ব্যটালিয়ন বরিশালে ৫৩ তম ব্যাচ টিআরসিদের একাডেমিক ক্লাসে “উগ্রবাদ দমনে করণীয় ” শীর্ষক আলোচনায় গেস্ট স্পীকার হিসেবে বক্তব্যে এ কথা বলেন।
(Visited ২ times, ১ visits today)