বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ অফিসার্স মেসে “উদ্দীপনামূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ একটা শ্বেত চাদর সদৃশ, সাদা কাপড়ের উপর কালো দাগ যেমন দৃশ্যমান হয়; তেমনি বাংলাদেশ পুলিশের যে-কোন সদস্যের কলঙ্ক সমাজে ঠিক দৃশ্যমান হয়। পুলিশ সদস্যদের প্রতি নিবেদন তোমরা সাধু সেজো না সাধু হও। তোমরা আন্তরিকভাবে জনগণের সেবা করো,কোন আর্থিক দুর্নীতির আশ্রয় নিই না উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক।
পুলিশ অফিসার্স মেস বরিশালে বিএমপি কর্তৃক আয়োজিত “উদ্দীপনামূলক কর্মশালা” উপলক্ষে উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক গেস্ট স্পীকার হিসেবে উপস্থিত থেকে উদ্দীপনামূলক বক্তব্যে এ কথা বলেন ।
এসময়ে গেস্ট স্পীকার হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ খোরশেদ আলম ও সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ, (সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি) বরিশাল বিশ্ববিদ্যালয় ও পেশ ইমাম কেরামতিয়া জামে মসজিদ পোর্ট রোড বরিশাল আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান কাসিমি।
(Visited ১ times, ১ visits today)