বরগুনা প্রেস ক্লাবের ২০২০ সালের কর্মকর্তা নির্বাচনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সঞ্জীব দাস সভাপতি এবং দৈনিক সমকাল ও চ্যানেল২৪-এর বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- মো. জাফর হোসেন হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, মো. মিজানুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বপন দাস অর্থ সম্পাদক।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনার (বরগুনা প্রেস ক্লাব কর্মকর্তা নির্বাচন ২০১৯) অ্যাডভোকেট আনিসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদের নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- অন্য দুই নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
(Visited ১ times, ১ visits today)