বৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৫৪০ বিচারককে প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে: আইনমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২, ২০১৭ ১১:৩২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। এই স্বাধীনতার মাসের শেষ দিকে এই ব্যাপারে চুক্তি সই হবে। যা ইতোপূর্বে কেউ ভাবেনি।’

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে ২১কোটি ৬০ লাখ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১২তলা ভিতের উপর চারতলা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন। যার প্রমাণ এই বিশাল ভবন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’

এ সময় তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাবারড্যাম, মহানন্দা খনন, আন্তঃনগর ট্রেনসহ সকল প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুরাতন ভবনে ভাগ করে বিচার কাজ চালানো হতো কিন্তু এখন আর হবে না। কারণ এখানে পর্যাপ্ত সংখ্যক বিচারক রয়েছেন। এই জেলায় ৫ হাজার মামলা দ্রুতই জটমুক্ত হবে।’

তিনি বলেন-আমি জেনেছি, এখানে বার ও বেঞ্চের সমন্বয় রয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি খুবই প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ সিনিয়ির জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন মন্ডল, অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, গণপূর্ত বিভাগের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন কাজল প্রমুখ।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি