রিপোর্ট ঃ নুরে আলামিন বাপ্পী
.
বিপিএলের খেলার সময় পরিবর্তন করা হয়েছে।।চিটাগং পর্ব থেকে সকল ম্যাচ এই সময় অনুসরে চলবে।।এখন থেকে প্রথম ম্যাচ দুপুর ২ টার পরিবর্তে দুপুর ১ টায় শুরু হবে।।আর পরের ম্যাচ শুরু হবে সন্ধা ৭ টার পরিবর্তে সন্ধা ৫.৪৫ মিনিটে।।রাতে কুয়াশার সমস্যার থেকে বাঁচতে এই সিগ্ধান্ত নেয় বিসিবি।।
(Visited ৪ times, ১ visits today)