জয় দিবস-২০১৯ উপলক্ষে পিরোজপুরে মুক্তিযোদ্ধা অইনজীবীদের সংবর্ধণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবকাশ কালিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি
ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, বিচারিক আদালতের বিচারক বৃন্দ, সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক শহীদুল হক খান পান্না প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির জীবিত ১৭ জন মুক্তিযোদ্ধা এবং মরনউত্তর ৮ জন মুক্তিযোদ্ধা সহ ২৫ জন মুক্তিযোদ্ধাকে এই সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী শামসুল হক খান,পরিতোষ সমাদ্দার, সৈয়দ শাহ আলম,আঃ রহমান শেখ, আব্দুস সহিদ, শহীদুল্লাহ খান সহ আইনজীবী গন।
পরে প্রয়াত আইনজীবী সহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরনকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা কওে দোয়া মোনাজাত করা হয়।