ডেস্ক নিউজঃ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কমল কৃষ্ণ কর্মকার এর অকাল মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠানের জন্য গত ০১/০৩/২০১৭ তারিখ বিকাল ৪টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা। আলোচনায় অংশ নেন ডাঃ মিজানুর রহমান, ডাঃ ফয়জুল হাকিম, ডাঃ কবির মিয়া, এ্যাড. এ কে আজাদ, নৃপেন্দ্রনাথ বাড়ৈ, দেওয়ান আবদুর রশিদ প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ ভাস্কর সাহা ও ডাঃ মিজানুর রহমানকে কো-কনভেনর ও ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নাগরিক শোকসভা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন ডাঃ কবির মিয়া, ডাঃ জহিরুল হক মানিক, ডাঃ মাকসুমুল হক টুনু, ডাঃ সরোয়ার, ডাঃ প্রদীপ কুমার বণিক, ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ ফয়জুল হাকিম, ডাঃ রওশন আরা, ডাঃ মনীষা চক্রবর্তী, এ্যাড. এ কে আজাদ, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, দেওয়ান নজরুল হক, রবীন্দ্রনাথ রায়, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, কাজী এনায়েত হোসেন শিবলু, সাব্বির আহম্মেদ ইরান, অপূর্ব গৌতম প্রমুখ।
সভায় আরও সিদ্ধান্ত হয় এই নাগরিক কমিটির উদ্যোগে আগামী ১১ মার্চ ২০১৭ ইং শনিবার বিকাল ৪টায় ফকির বাড়ি রোডস্থ শিক্ষক ভবনের ৩য় তলায় কমল কর্মকার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হয়েছে।