ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে উঠছে বাংলাদেশের চার ক্রিকেটারের নাম। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও এনামুল হকের নাম ড্রাফটে আছে।
এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছেন তামিম। ৭ ম্যাচে ১ ফিফটিতে বাঁহাতি ওপেনার করেছেন ১৬২ রান। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালওয়াস। এ মৌসুমেও বাংলাদেশ অলরাউন্ডারকে ধরে রেখেছে দলটি।
এদিকে, সম্প্রতিক হয়ে যাওয়া আইপিএলের নিলামেও ছিল তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন ও এনামুলের নাম। যদিও তাদের কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিপিএলে তারা দল পাবেন কি না, সেটা জানা যাবে ১০ মার্চ। ওই দিনই হবে সিপিএলের নিলাম। এবার নিলামে উঠছেন মোট ২৫৮ জন খেলোয়াড়। এর মধ্যে আফগানিস্তানের পাঁচ, কানাডার দুই, আয়ারল্যান্ডের তিন, এমনকি ওমানের একজন খেলোয়াড় রয়েছেন।
সিপিএল ১ আগস্ট শুরু হবে। আর শেষ হবে ৯ সেপ্টেম্বর।