দেশব্যাপী পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ও সড়ক অবরোধ প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনিবলেন, মালিক শ্রমিক পরিবহন সমিতির সাথে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসা হবে। আশা করা যাচ্ছে আজকের মধ্যেই পরিবহন সমস্যার সামাধান হয়ে যাবে।
বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিতি ছিলেন।
(Visited ৪ times, ১ visits today)