বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) এর খুলনা বিভাগীয় কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে সংগঠনের কেন্দ্রীয় বনেক নেতৃবৃন্দের সাথে খুলনা বিভাগীয় সম্পাদকদের একাংশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলীর মিলপাড়াস্থ “অনুসন্ধান প্রতিদিন” এবং “আয়না নিউজ”-এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সভায় সভাপতিত্ব করেন ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দেশের পাঠকনন্দিত জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হুসাইন সজীব।
সভায় বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদকদের অধিকার আদায়, সরকার প্রণীত নীতিমালায় সম্পাদকদের সুযোগ-সুবিধা প্রাপ্তি, অনলাইন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
‘বনেক’ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভার সভাপতি, ‘বনেক’-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তাজবীর হুসাইন সজীব।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিয়া, দৈনিক অধিকারের মফস্বল সম্পাদক রাহুল বিশ্বাস মুন্না, প্রভাত বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, ডোনেট বাংলাদেশের সম্পাদক প্রকৌশলী রাসেল রানা, ক্রাইম ভিশন বিডির সম্পাদক হাসিবুর রহমান রুবেল, লালন কণ্ঠের নির্বাহী সম্পাদক সামরুজ্জামান সামুন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- প্রতিদিনের কুষ্টিয়ার সম্পাদক রাকিব হাসান, অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক মিজানুর রহমান মিয়া, গড়াই নিউজের নির্বাহী সম্পাদক তারেক বিন আজিজ, ডোনেট বাংলাদেশের বার্তা সম্পাদকসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন অনলাইন গণমাধ্যমকর্মী।
দীর্ঘ আলাপ-আলোচনার পর অনুসন্ধান প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিয়াকে খুলনা বিভাগের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব অর্পণের প্রস্তাবনা গৃহীত হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি চলতি মাসের মধ্যে বিভাগের সকল জেলার অনলাইন সম্পাদকদের সমন্বয়ে ‘বনেক’-এর খুলনা বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।