বৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ভিডিও কনফারেন্সে বিদ্যুেকন্দ্র উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২, ২০১৭ ১:৫৩ পূর্বাহ্ণ

ঘরে ঘরে বিদ্যুত্’ স্লোগানকে সামনে রেখে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের সামিট ১১০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র উদ্বোধন করেছেন।বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালে ২৪ হাজার, ২০৩১ সালে ৪৩ হাজার ও ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের কাজ শেষ করা হবে। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পূর্বে বিদ্যুত্ নিয়ে দেশে হাহাকার ছিলো। আমরা ক্ষমতায় এসে বিদ্যুত্ উত্পাদনের জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রকল্পের কাজে হাত দিয়েছিলাম। পরবর্তীতে বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে বিএনপি নেত্রীর ছেলে বিদ্যুতের নামে জনগণকে খাম্বা দিয়েছিল। বর্তমানে শতকরা ৮০ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছেন।

সামিট ১১০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুক্তিযোদ্ধা মোঃ গাউস, উপ-মহাপুলিশ পরিদর্শক শেখ মোঃ মারুফ হাসান, নগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান ও সামিট বরিশাল অঞ্চলের ব্যবস্থপনা পরিচালক লে.জে. (অবঃ) আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রক্ষিত ফলক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। সামিট বরিশাল পাওয়ার লিমিটেড নগরীর রূপাতলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপন করে। ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করার পর সামিটের কাছ থেকে বিদ্যুত্ ক্রয় করছে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি