সামিট ১১০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুক্তিযোদ্ধা মোঃ গাউস, উপ-মহাপুলিশ পরিদর্শক শেখ মোঃ মারুফ হাসান, নগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান ও সামিট বরিশাল অঞ্চলের ব্যবস্থপনা পরিচালক লে.জে. (অবঃ) আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রক্ষিত ফলক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। সামিট বরিশাল পাওয়ার লিমিটেড নগরীর রূপাতলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপন করে। ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করার পর সামিটের কাছ থেকে বিদ্যুত্ ক্রয় করছে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড।