রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল মঙ্গলবার যশোর যাচ্ছেন। যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ষষ্ঠ সিগনাল কর্পস পুনর্মিলনীতে যোগ দেবেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সিগনাল কর্পসের পুনর্মিলনে যোগদানের উদ্দেশে বিমানযোগে যশোর রওনা দেবেন।
রাষ্ট্রপতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আবদুল হামিদ আগামীকাল বেলা ১১টা ৪০ মিনিটে সিগনাল কর্পসের ষষ্ঠ পুনর্মিলনে ভাষণ দেবেন।
তিনি আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
(Visited ১ times, ১ visits today)