বৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রতি ঘর বিদ্যুৎ পাবে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২, ২০১৭ ১:১১ পূর্বাহ্ণ

প্রতি ঘর বিদ্যুৎ পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। কেউ যাতে অন্ধকারে না থাকে সেজন্য আমরা কাজ করছি।

 

বুধবার দুপুরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

এদিন দুপুর ১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি গোপালগঞ্জ, রংপুর, পার্বতীপুর, মেহেরপুরসহ সারাদেশের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করেন।

 

প্রসঙ্গত, নতুন এ পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আগে থেকে থাকা ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হচ্ছে। গ্যাসভিত্তিক এ প্ল্যান্টটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১৪ মার্চ। প্রায় তিন হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্ল্যান্টটি ২০১৬ সালের ২২ জুলাই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি