বরিশালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩ দশক পূর্তি উৎসবের উদ্বোধন।
তিন দশকের সংগ্রাম-এগিয়ে চলা অবিরাম নিয়ে ৩ দশক পূর্তি উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংস্কৃতিকজন শাহান আরা বেগম।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উৎসবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান ও মঞ্চষ-সারথী আতাউর রহমান। এর পরে নগরীতে বের করে আনন্দ উৎসব শোভাযাত্রা র্যালি শোভাযাত্রা র্যালিটি কয়েকটি সড়ক ঘুড়ে পুনরায় টাউন হল চত্বরে ফিরে এসে শেষ করে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে টাউন হল মঞ্চে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস.এম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান,মঞ্চসারথী আতাউর রহমান,সংস্কৃতিজন ব্যাক্তি শাহান আরা বেগম, সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর যুবলীগ যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাধারন সম্পাদক মিজানুর রহমান। ৩ দশক পূর্তি উৎসব উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক নেতৃবৃন্দ সৈয়দ দুলাল.নজরুল ইসলাম চুন্নু,শান্তি দাশ,সাইফুর রহমান মিরন প্রমুখ। এর পূর্বে র্যালি করে টাউন হলে ফিরে আসলে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের সামনে নৃত্য পরিবেশন সহ ফুলের শুভেচ্ছা জানান বরিশালের নৃত্য শিল্প ও নাট্য কমীরা। সন্ধায় টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয় চারন কবি মুকুন্দ দাসের গান।