শনিবার , ২৬ অক্টোবর ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রোববারও বরিশালে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ২৬, ২০১৯ ১১:০৪ অপরাহ্ণ

চারদিন ধরে বৃষ্টি হচ্ছে। কমে গেছে তাপমাত্রা, বইছে ঠাণ্ডা হাওয়া। আগামীকাল রোববারও (২৭ অক্টোবর) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির হার গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং আজ (শনিবার) রাতের তাপমাত্রাও প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে উড়িষ্যা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শনিবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে, ৮২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায়, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২ মিনিটে এবং সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি