বরিশাল নগরের কাউনিয়া বিসিক এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় সোহান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহান স্থানীয় মো. সোহাগের ছেলে।
সোহানের খালু রহিম জানান, সকালে কাউনিয়া বিসিক এলাকায় রাস্তা পার হচ্ছিল সোহান। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(Visited ২ times, ১ visits today)